Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Pages

Recent Writings

{latest}

ভাবনার ঝড়

          আমার মনে হয়,  সবচেয়ে জরুরী ব্যাপার হচ্ছে Idea Generation.   আপনি দেখবেন, একটা আইডিয়া নিয়ে অন্যকেউ কাজ করার আগ পর্যন্ত আপনার মনে হব...

 
 
 
 
 
আমার মনে হয়, 

সবচেয়ে জরুরী ব্যাপার হচ্ছে Idea Generation.  

আপনি দেখবেন, একটা আইডিয়া নিয়ে অন্যকেউ কাজ করার আগ পর্যন্ত আপনার মনে হবে দুনিয়ায় সব আইডিয়া নিয়ে কাজ শুরু হয়ে গেছে!  কিন্তু শুরু করার আগে আপনার মাথায় সে আইডিয়া আসবে না...

  এটা একটা এমন লুপ, যেখানে আটকে গেলে অনেক ঝামেলা...   

 

সে যাক, কয়েকদিন আগে একটা ইন্টারভিউ বোর্ডে বসে উদ্ভট এক অভিজ্ঞতা হলো। পার্টিসিপ্যান্টের সাথে কথোপকথনটা নিচে দিচ্ছি:  

- আপনি কোন পোস্টের জন্যে এপ্লাই করেছেন? 

- ভুলে গেছি

- এপ্লাই করার আগে দায়িত্ব গুলো পড়েছেন?

 - জ্বি না। - তো এপ্লাই করলেন কেন?

 - সামনে পেয়েছি তাই এপ্লাই করে দিয়েছি।

  - ভাইভার আগেও অন্তত দেখে আসবেন না?!

 - খেয়াল ছিল না। 

  এই হচ্ছে অবস্থা। আজকাল তাই বোর্ডে বসতে ভাল লাগে না। হতাশা চলে আসে।   সবখানেই প্রায় এমন। নিজেকে নিয়ে যত্নবান হয় না, শুধু চাহিদার নিয়ে সচেতন। অদ্ভুত এক সময় গড়াচ্ছে। 

 

 সে যাক, 

কয়েকদিন, অনেকদিন ধরেই মন মেজাজ ভাল না, সব কিছু বন্ধ, বন্ধ মানে বন্ধ।   চিন্তাভাবনাও বন্ধ।  

হঠাৎ আগের একটা চিন্তা মাথায় আসলো, 'সমালোচনা করার এখতিয়ার' নিয়ে। 

অর্থাৎ,  

- কে কার সমালোচনা করতে পারে?  

- সমালোচনা করার জন্যে কি 'সম্পর্কিত' হতে হবে? হলে কেন হতে হবে? সম্পর্কিত না হয়ে কেন সমালোচনা করা যাবে না?  

-  অধঃস্তরের কেউ উপরের কাউকে সমালোচনা করতে পারবে? না পারলে কেন পারবে না? 

- সমালোচনার জন্যে কি নির্দিষ্ট স্তরের জ্ঞান থাকা আবশ্যক?   নির্দিষ্ট স্তর কে ঠিক করবে? তাকে ঠিক করার অধিকার কে দিল?  

- 'নির্দিষ্ট স্তর' পরিমাপের মাপকাঠি কি? 

  সমালোচনা কত জটিল ব্যাপার!  অথচ পাশের বিল্ডিংয়ের আন্টি এসব ঘুণাক্ষর ও না  ভেবে কত শৈল্পিকভাবে সমালোচনা করেন! মানুষের জীবন কত সহজ আর সুন্দর!   

 

সে যাক,  

আজ ঘুম থেকে উঠে একটা প্যারাডক্সে পরে গেলাম!  ব্যাপারটা খুলে বলি। আমি সাধারণত স্বপ্ন সিরিজ আকারে দেখি। মানে ধরেন,  একদিন বৃষ্টিতে দৌঁড়ে এক বাড়িতে আশ্রয় নিলাম,  

পরদিন স্বপ্নে বাড়িটা দেখতে গেলাম,

 এর কয়েকদিন পর বাড়িটা ভাড়া নিতে গেলাম, 

এরপর...   

এমন...  তো আজ বাকি অংশ দেখে কনফিউজড হয়ে গেলাম। স্বপ্নে দেখা বাড়িটা কি আসলেই বাস্তবে দেখা কোন বাড়ি নাকি এটা স্বপ্নের কারসাজি। অনেকক্ষণ ভেবেও সমাধান করা যায় নাই। কখনো মনে হচ্ছে এটা সলো, কখনো মনে হচ্ছে এটা পার্ট অফ ড্রিম। সকাল ৯টায় উঠে সিদ্ধান্ত নিতে না পেরে পরের অংশের জন্যে আবার ঘুমিয়ে প্রায় দুপুর দেড়টায় উঠে মনে হলো, এটা পার্ট অফ ড্রিমই।  ব্যাপারটা ইন্টারেস্টিং।   

ঘুম ও স্বপ্ন নিয়ে অনেক বই পড়লেও সিগমুন্ড ফ্রয়েডের বই পড়া হয়নাই। উনার ৪/৫ বই পাঁচ ছয় বছর আগে কিনে রেখে দিয়েছিলাম। এখন খুঁজে বের করতে হচ্ছে না।  

 

সে যাক,

  -----  

" দুর্বোধ্য সমীকরণ খাতায় অহরহ সমাধান,  

লাল নীল রঙের তফাৎ টাও জানা! 

পুরানো ব্যবহৃত টিস্যু ছুড়ে পরিত্রাণ,

 হুটহাট পাল্টে ফেলা অলাভজনক ধ্রুবক,  

সেলুলয়েডের জীবন, নিয়নের ছড়াছড়ি,  

তবুও কেন গাল বেয়ে এত কষ্ট নামে রোজ?  তোমার এত দুঃখ কেন?"  

 ---- 

 

 কেন? এত দুঃখ কেন?

 

No comments