Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Pages

Recent Writings

{latest}

Error of thinking কিংবা ভুল কাজ

    প্রায়শই শোনা যায়, 'আমি একটা ভুল কাজ করে ফেলেছি'।   কাজ কি ভুল হয়? বা ভুল কিভাবে হয়?     নানান কারণেই ভুল হতে পারে, ভাল কাজও সময় ...


 
 
প্রায়শই শোনা যায়, 'আমি একটা ভুল কাজ করে ফেলেছি'।  
কাজ কি ভুল হয়? বা ভুল কিভাবে হয়?
 
  নানান কারণেই ভুল হতে পারে, ভাল কাজও সময় ও স্থানের সাপেক্ষে ভুল হতে পারে।   
ব্যাপার টা অন্যভাবে ভাবা যায় কিনা দেখা যেতে পারে। 
 
 যেমন ধরুন,
 কাজ ভুল না, ভুলটা চিন্তায়।  
 আপনি যখন কিছু সাপেক্ষে কিছু ভুল করেন, ব্যাপারটা করার না, করার সিদ্ধান্ত গ্রহণে সমস্যা।  
 অর্থাৎ আপনি যথাযথভাবে ভাবতে, বিশ্লেষণ করতে বা সিদ্ধান্ত নিতে পারেন নাই। 
 
 এখানে কাজ একটা প্রোডাক্ট, উপাদানে মনোযোগ দেয়া উচিত।

আরেকটু সহজ ভাবে বলি,
আপনি তো রোবট নন যে কি করবেন তা আগে থেকেই নির্ধারিত। বরং এক্ষেত্রে আপনি অধিকাংশ ক্ষেত্রেই স্বাধীন। অর্থাৎ আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।

সিদ্ধান্ত গ্রহণ করার জন্যে আপনি আপনার চিন্তন দক্ষতা ব্যবহার করেন। আপনি ঘটনা বিশ্লেষণ করে আপনার জন্যে লাভজনক সিদ্ধান্ত গ্রহণ করে এরপর কাজের মাধ্যমে তা প্রকাশ করেন।

অর্থাৎ কাজ কোন তাৎক্ষণিক ঘটনা না বরং কাজ করার আগে আপনাকে অনেকগুলো ধাপ পেড়িয়ে আসতে হয়। অবশ্য আমরা খুব দ্রুত চিনাভাবনা করতে পারি। তাই সেই ধাপগুলো দ্রুতই পেড়িয়ে সিদ্ধন্ত নিয়ে কাজ করে ফেলি।

অতএব বুঝা গেল, কাজ কিছুই না বরং তা হলো আপনার আমার চিন্তার প্রকাশ। যে যত ভাল, যত নিরপেক্ষ চিন্তাভাবনা করতে পারে, সে ততভাল কাজ করতে পারে। 

 ভুল কাজ বলতে তাই কিছু নেই, পুরোটাই Error of thinking....  
 
 আপনি যদি বারবার ভুল কাজ করতে থাকেন, তার মানে আপনি বারবার ভুল ভাবে চিন্তা বা বিশ্লেষণ করছেন। সঠিক কাজ করার জন্যে আপনার চিন্তন দক্ষতা বাড়াতে হবে। 

 চিন্তার ভুল কমান, ভুল কাজ কমে যাবে।

No comments