ভাবছিলাম সংকট নিয়ে, সংকট নানান ধরণের, আবার এক সংকটের অনেক রূপ। যেমন করোনায় কেউ আর্থিক সংকটে, কেউ মানসিক কেউ বা সামাজিক সংকটে। তবে সবচেয়ে ব...
ভাবছিলাম সংকট নিয়ে, সংকট নানান ধরণের, আবার এক সংকটের অনেক রূপ।
যেমন করোনায় কেউ আর্থিক সংকটে, কেউ মানসিক কেউ বা সামাজিক সংকটে।
তবে সবচেয়ে বড় সংকট কি?
সবচেয়ে বড় সংকট কি এটা নিয়ে নানান মত থাকতে পারে।
তবে আমার মতে সবচেয়ে বড় সংকট হচ্ছে মুখে ভাল বলে ভাল কাজ না করা। এটা বড় একটা সমস্যা।
যেমন ধরেন,
কেউ লিডারশীপ ট্রেনিং করাবে,
কিন্তু সে তরুণ নেতৃত্ব উঠতে দিবে না,
কিংবা তারুণ্যে বিশ্বাস করবে না,
বা তরুণ নেতৃত্ব গড়ে তুলতেই জানেনা।
কেউ বা গণতন্ত্রের কথা বলে সবখানে,
অথচ নিজে গণতন্ত্রে বিশ্বাস করে না, নিজে স্বৈরাচারী।
কেউ দেখবেন নারী মুক্তির কথা বলছে,
কিন্তু বাসায় গিয়ে বউকে মারছে।
কেউ বা চুড়ান্ত নৈতিকতার কথা বলছে,
কিন্তু সে অনৈতিক কাজ দেখলে লাভের কথা ভেবে চুপ করে আছে।
কেউ দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে,
আবার সে নিজেই দুর্নীতি করছে চুপচাপ।
কেউ গুড গভার্নেন্স এর কথা বলছে, দাবি করছে,
তার প্রতিষ্ঠানে গুড গভার্নেন্স এর ছিটেফোঁটাও নেই।
কেউ সবাইকে অন্যায়ের প্রতিবাদ করতে বলছে,
কিন্তু নিজে চুপ করে আছে।
কেউ এবসিলিউটিজমের পক্ষে লিখালিখি করছে,
কিন্তু তার মানসিকতা হলো ডায়ালেক্টিক্যাল।
কেউ সমাজ পরিবর্তন করতে চাচ্ছে,
কিন্তু ব্যক্তি, পরিবার বা সংগঠন পরিবর্তন করতে চায় না।
এই সংকট খুব ভয়ানক। মানুষ দ্বিধান্বিত হয়ে যায়,
পরে তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে।
এই সংকট সব পর্যায়ে শিকড় ছড়িয়েছে। এই নির্লজ্জতা এই সংকট আর ঘনীভূত করছে।
No comments